ঢাকা | এপ্রিল ১৮, ২০২৫ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

  • আপডেট: Sunday, March 2, 2025 - 11:52 am
মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি : সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ৭ম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে।
“তোমার আমার বাংলাদেশ, ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যে মহালছড়ি নির্বাচন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২ মার্চ) মহালছড়ি উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে আয়োজিত র‍্যালী ও আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার সুস্মিকা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালেহ্ আহম্মেদ। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃআব্দুল ছাত্তার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় জনগণ সহ মিডিয়াকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য ২০২৪ সালে শুরু হওয়া ভোটার হাল নাগাদের চূড়ান্ত তালিকা আজ প্রকাশ করেছে নির্বাচন কমিশন(ইসি)। ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ২ মার্চ দিবসটি পালন করা হয়।