অনুষ্ঠানে প্রধান অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী ২৯৮ নং সংসদীয় আসনের জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা চাই না অতীতের মতো কেউ জনগণের অধিকার হরণ করুক। জামায়াতে ইসলামী চায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক।
তিনি আরও বলেন, যদি সমাজে সৎ লোকের শাসন ও আল্লাহর আইন বাস্তবায়িত হয়, তাহলে চাঁদাবাজি ও দখলদারিত্ব থাকবে না। আমাদের লক্ষ্য সমাজের প্রতিটি পরিবারের মাঝে খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া, ইনশাআল্লাহ ধীরে ধীরে তা বাস্তবায়ন করবো।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ ইউসুফ বলেন, দেশের মানুষ আর চাঁদাবাজদের চায় না, তারা ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক বাংলাদেশ দেখতে চায়। জামায়াতে ইসলামী সে লক্ষ্যেই নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
মহালছড়ি উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে ,মাইসছড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রহমত আলী সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা জামায়াতের বাইতুলমাল সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, মহালছড়ি উপজেলা জামায়াত নেতা মোঃ জামাল উদ্দিন,হাজি মোহাম্মদ ফরিদুল আলম, মোঃ বেলাল হোসেন , মহালছড়ি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মোহাম্মদ ইসমাইল সহ অন্যান্য নেতৃবৃন্দ।