মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ। প্রধান বক্তা ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ নাসির উদ্দীন সিকদার, সিনিয়র সহ-সভাপতি জেলা যুবদল; কমল বিকাশ ত্রিপুরা, যুগ্ম সম্পাদক জেলা যুবদল; মোঃ ওয়াহিদুর রহমান ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল; মোঃ জহিরুল হক, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি।
মহালছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল আহমদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
সভায় বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে ওয়াদুদ ভূঁইয়ার জন্য ধানের শীষে ভোট চেয়ে প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে সবার কাছে যাওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে কার্যক্রমের সমাপ্তি হয়। এতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।











