ঢাকা | ডিসেম্বর ১৫, ২০২৫ - ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

  • আপডেট: Sunday, December 14, 2025 - 5:05 pm

মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয় এবং মহালছড়ি উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ মির্জা জহির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান পাঠোয়ারি, বীর মুক্তিযোদ্ধা ডা. স্বপ্ন চক্রবর্তী, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ সামছুল আলম, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপল বিকাশ খীসা, মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচনা সভায় এ দিবসটির চেতনা ধারণ করে আগামী প্রজন্মের মধ্যে এর তাৎপর্য ছড়িয়ে দিতে এবং অপতৎপরতা রুখতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।