মহালছড়িতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মহালছড়িতে কোরআন খতম,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে মহালছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন মহালছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ খতিব মাওলানা মো.বোরাহান উদ্দিন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।
এসময় উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা মরহুম নেত্রীর রুহের মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রগতির জন্য বিশেষ দোয়া করেন। মাহফিলে বেগম খালেদা জিয়ার রাষ্ট্রনায়কত্ব, রাজনৈতিক ও গণতান্ত্রিক সংগ্রামের ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে মহালছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিভিন্ন পাড়া মহল্লা ও ওয়ার্ডে সকাল থেকে আসা নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রাস্তাঘাট ও চা দোকান এবং হোটেল রেস্তোরাঁয় বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ হচ্ছে।
প্রসঙ্গত, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ছয়টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া।











