ঢাকা | নভেম্বর ১৪, ২০২৫ - ৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: Friday, November 14, 2025 - 6:54 pm

 

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ফারুক আহমেদ রানা সভাপতিত্বে সাইদুর রহমানের সঞ্চালনায় পালিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন, সদস্য, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে উপস্থিত ছিলেন
মোঃ জালাল হোসেন, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মাটিরাঙ্গা উপজেলা শাখা;
মোঃ মুজাহিদুল ইসলাম, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা;
মোঃ মেহেদী হাসান, সাধারণ সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা;
মোঃ বেলাল হোসেন, সভাপতি, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মহালছড়ি উপজেলা শাখা;
মোঃ শামীম হোসেন, সাংগঠনিক সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মহালছড়ি উপজেলা শাখা।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত কর্মী এবং সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চল অনগ্রসর এলাকা। পার্বত্য এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, চাকরি, উচ্চশিক্ষা বৃত্তি ও ব্যবসা-বাণিজ্যে নানা রকম কোটা ও সুযোগ-সুবিধা চালু করেছে সরকার। তবে একই এলাকায় বসবাস করেও এবং জনগোষ্ঠীর অর্ধেক হয়েও বাঙালিরা এসব সুবিধা পাচ্ছেন না।

শিক্ষা, চাকরি, ব্যবসা ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য করে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের তৃতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হচ্ছে। অবিলম্বে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে জনসংখ্যানুপাতে সকল সুযোগ-সুবিধা বণ্টনের জোর দাবি জানান বক্তারা।

আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।