ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

মহালছড়িতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • আপডেট: Monday, February 10, 2025 - 11:37 am
মহালছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকা থেকে এক ছাত্রলীগ নেতাকর্মীরা গ্রেফতার করছে পুলিশ। আটক ওই নেতার নাম অভি দে (৩০)। তিনি ওই উপজেলার  ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
রোববার বিকালে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা সৃষ্টির জন্য প্রস্তুতিকালে তাকে আটক করে।
গ্রেফতার অভি দে মহালছড়ি টিলা পাড়ার মৃত সূধীর দের ছেলে। সে উপজেলার পাশাপাশি চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগেও দীর্ঘদিন ধরে কাজ করেছে। তার বিরুদ্ধে ২৪ এর ছাত্রজনতার আন্দোলনে চট্টগ্রামে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।
মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে তাকে আটক করেছি, আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।