ঢাকা | নভেম্বর ১০, ২০২৫ - ৬:১৩ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

  • আপডেট: Monday, November 10, 2025 - 4:36 pm

 

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।

২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।

এ সময় কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। প্রণোদনা কর্মসূচির মাধ্যমে উপজেলার ৪টি ইউনিয়নের মোট ৫৪০ জন কৃষক সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম ও সার সহায়তা পাবেন।

প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন বলেন, কৃষি উপকরণের সহজলভ্যতা ও সঠিক প্রযুক্তি প্রদান করলে ফলন বাড়বে এবং কৃষকের আয় বৃদ্ধি পাবে। সভার সভাপতি উপজেলা কৃষি অফিসার মোঃ সোহরাব হোসেন বলেন, প্রয়োজনীয় বীজ, ওষুধ ও সার সরবরাহ করে কৃষকদের সমর্থন অব্যাহত রাখা হবে এবং মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে টেকসই উৎপাদন নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন এবং কৃষকদের মাঝে ফসল বাছাই ও সচেতনতা বিষয়ে সংক্ষিপ্ত পরামর্শ দেন। বিতরণপ্রাপ্ত কৃষকরা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং উচ্চ ফলনের প্রত্যাশা প্রকাশ করেন। কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের সহায়তার লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ।