মহালছড়িতে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি।
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার কৃষকদের মাঝে দুই কেজি করে হাইব্রিড বীজ ধান বিতরণ করা হয়েছে। সোমবার, ১৫ ডিসেম্বর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে বীজ ধান বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান। উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, মহালছড়ি উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ জামাল উদ্দিন টিপু।
মহালছড়ি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর বোরো মৌসুমে মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে সর্বমোট ১৫০ জন প্রান্তিক কৃষককে প্রণোদনা হিসেবে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান বিনামূল্যে বিতরণ করা হবে। সোমবার সকাল থেকে কৃষকদের মাঝে বীজ বিতরণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু করা হয়েছে। তবে বিগত বছরে বীজ ধানের সঙ্গে প্রণোদনা হিসেবে সার দেওয়া হলেও এ বছর সার দেওয়া হয়নি।
মহালছড়ি উপজেলা কৃষি অফিসার মো. সোহরাব হোসেন ভূঁইয়া বলেন, মহালছড়ি উপজেলায় এ বছর ১৫০ জন কৃষককে বিনামূল্যে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান দেওয়া হচ্ছে। তবে সার দেওয়া যাচ্ছে না।











