ঢাকা | ডিসেম্বর ৯, ২০২৫ - ৭:০৩ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • আপডেট: Tuesday, December 9, 2025 - 4:44 pm

মোঃ কাউছারুল ইসলাম, মহালছড়ি প্রতিনিধি।

“ঘুষ গ্রহণ, অবৈধ সম্পদ, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার, জালিয়াতি ও দুর্নীতিকে না বলি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন মহালছড়ি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব মোঃ শাহজাহান পাটোয়ারী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আবু রায়হান।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, তিন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক ও সচেতন নাগরিকরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দুর্নীতি শুধু একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করে না; এটি সমাজের উন্নয়নকে থামিয়ে দেয়। নতুন প্রজন্মকে সৎ, নৈতিক ও জবাবদিহিমূলক চিন্তার দিকে পরিচালিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনের সমন্বিত ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে একটি স্বচ্ছ ও গতিশীল মহালছড়ি গড়ে তোলা সম্ভব।”
তিনি আরও বলেন, “উপজেলা প্রশাসন সর্বস্তরের মানুষের সহযোগিতায় সেবা প্রদান ব্যবস্থাকে আরও স্বচ্ছ, সহজ ও জবাবদিহিমূলক করতে কাজ করছে। দুর্নীতি প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।”