ঢাকা | নভেম্বর ২৪, ২০২৪ - ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম

মহাপ্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে শুভেচ্ছা উপহার দিলেন বান্দরবান সেনা জোন

  • আপডেট: Monday, October 30, 2023 - 4:17 pm

বান্দরবান প্রতিনিধি।। বান্দরবানে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মহাপ্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করেছে বান্দরবান সেনা জোন।

রবিবার (২৯ অক্টোবর) সকালে বান্দরবান সেনা জোনের আওতাধীন বান্দরবান সদর উপজেলার ৩৩টি বৌদ্ধ বিহার এবং তিনজন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিকে এই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমদের পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেন সেনা সদস্যরা।

এসময় রিজিয়ন সূত্র জানায়, পাহাড়ের উৎসব পার্বণে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আইন শৃঙ্খখলা বাহিনী সবসময় সতর্ক রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতি বদ্ধ।