ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

মহাদেবপুরে পিএফজির সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট: Saturday, September 27, 2025 - 6:21 pm
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মহাদেবপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পিএফজির আয়োজনে আজ শনিবার দুপুরে চাঁন্দাশ ইউপির হলরুমে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান ও পিএফজির সদস্য মো. মাহমুদান নবী
রিপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পিএফজির এম্বাসেডর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান
আলহাজ্ব সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা আক্তার, জাতীয় আদিবাসী পরিষদ নওগাঁ জেল কমিটির সভাপতি আমিন কুজুর, দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী মো. হেলাল উদ্দিন।
পিএফজির উপজেলা কোঅর্ডিনেটর এম সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পিএফজির সদস্য ও উপজেলা কৃষক দলের সহ সভাপতি মো. ওয়াজেদ আলী, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, চান্দাশ ইউনিয়ন কৃষকদলের সভাপতি আবু হাসান বাসার, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, চাঁন্দাশ ইউনিয়ন
জামায়াতের সভাপতি হারুন অর রশীদ, সেক্রেটারী আল ইমরান হোসাইন, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর চাঁন্দাশ ইউনিয়ন সেক্রেটারি মো আনোয়ার হোসেন, পাস্টার মিলন বর্মন প্রমূখ।
সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠানে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণের লোকজন, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, পিএফজির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন
উপস্থিত ছিলেন।