ঢাকা | নভেম্বর ১, ২০২৫ - ১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

মসজিদ-মাদরাসা নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ গঠনের কেন্দ্র : ইউএনও ইনামুল

  • আপডেট: Friday, October 31, 2025 - 6:18 pm

দীঘিনালা, (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান বলেছেন, মসজিদ ও মাদরাসা সমাজে নৈতিকতা, আদর্শ ও ধর্মীয় মূল্যবোধ গঠনের প্রধান কেন্দ্র। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সবার অংশগ্রহণ জরুরি।

শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার কবাখালী জালালাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

ইউএনও ইনামুল হাছান জুমার নামাজে অংশ নিয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মসজিদ ও সংলগ্ন মাদরাসার সার্বিক অবস্থা পরিদর্শন করেন।

তিনি বলেন, আমরা সবাই মুসলমান। মুসলমান হিসেবে পবিত্র জুমার দিনে একে অপরের মঙ্গল কামনা ও দোয়া করা আমাদের ধর্মীয় এবং মানবিক দায়িত্ব।

পরিদর্শনকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোতালেব ইউএনওকে স্বাগত জানান।

এ সময় দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি মো: আল আমিন, সাবেক সভাপতি সোহেল রানা, অর্থ সম্পাদক সুমন উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।