মরিয়ম আক্তারকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিন

নিজস্ব সংবাদদাতা, বাউফল, পটুয়াখালী ।। মরিয়ম আক্তার মুন (৫৬)। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস রোগী। চিকিৎিসার অভাবে বর্তমানে তার বাম পায়ে পচন ধরেছে। পাশাপাশি তার কিডনি রোগে আক্রান্ত হয়েছেন। ঠিকমত চোখে দেখতে পাননা। তার বাবা-মা বেঁচে নেই। দুই ভাই যে যারমত করে আছেন। মরিয়ম বেগম শারিরীক অসুস্থতার কারণে বিয়ে করেননি।
তার ছোট এ পর্যন্ত ধারদেনা করে চিকিৎিসা চালিয়েছেন। তার চিকিৎসা করাতে গিয়ে এপর্যন্ত ৫ লাখ টাকার উপরে খরচ করেছেন। বর্তমানে মরিয়ম বেগম ঢাকার কচুক্ষেত এলাকায় ডেণ্টাল হাসপাতালে চিকিৎসাধিন আছেন।
প্রতিদিন তার পায়ে ড্রেসিং ও ওষুধসহ দুই হাজার টাকার বেশি খরচ হচ্ছে। তার ছোট বোন স্বামী-সন্তান নিয়ে ই-১০ দুই নং গেট, আরিফাবাদ, রুপনগর, মিরপুর এলাকায় ভাড়া থাকেন। ভাড়া বাসায় থেকে সংসার চালাতে গিয়ে তাকে হিমশিম খেতে হচ্ছে।
সেখানে তার বড় বোনের চিকিৎসার জন্য টাকার যোগান দেয়া তার পক্ষে কোন ভাবেই সম্ভব নয়। সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন মরিয়ম আক্তারের সুস্থ্য হতে আরও ৫ লাখ টাকা দরকার। তাই নিরুপায় হয়ে ছোট বোন বড় বোন মরিয়ম আক্তার মুনের চিকিৎসার জন্য সমাজের ভিত্তশালী, মানবিক মানুষের কাছে সাহায্যর আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা মরিয়ম আক্তার মুন মোবাইল নম্বর ০১৭২৩০৪০৭৮৬ (বিকাশ) অথবা শরীফ ফরাদ উদ্দিন, হিসাব নং ০১০০১৩৪৬২১৩২৪ জনতা ব্যংক, বাংলাবাজার, বরিশাল শাখা।