ময়মনসিংহের সমাবেশ মঞ্চ থেকে ঐক্যের বার্তা দিলেন তারেক রহমান
ময়মনসিংহ প্রতিনিধি।। দীর্ঘ অপেক্ষার পর ময়মনসিংহে নির্বাচনী সমাবেশের মঞ্চে উপস্থিত হলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দ্বিধা ও বিভক্তি ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিকাল ৪টা ৩ মিনিটে সমাবেশের মূল মঞ্চে ওঠেন তারেক রহমান। যদিও দলের পক্ষ থেকে আগে জানানো হয়েছিল, দুপুর ২টা ৩০ মিনিটেই তিনি বক্তব্য দেবেন। সময়সূচি পেরিয়ে গেলেও সমাবেশস্থলে অপেক্ষায় ছিলেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।
ঢাকার বাইরে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এটি ছিল তারেক রহমানের তৃতীয় সমাবেশ এবং প্রচারণার পঞ্চম দিনের কর্মসূচি। সমাবেশে যোগ দেওয়ার আগে তিনি জুলাই আন্দোলনে আহত ব্যক্তি ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন।
এই উপস্থিতিকে ঘিরে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











