মনোরেলের মাধ্যমে চট্টগ্রাম যানজটমুক্ত করা হবে: চসিক মেয়র
নিজস্ব প্রতিবেদক।
চট্টগ্রাম নগরীর যানজট নিরসনে মনোরেল প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ফিল্ড সার্ভে কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী ও আন্তর্জাতিক বাণিজ্যের হাব হিসেবে গড়ে তুলতে হলে যানজট ও পরিবহন সংকটের সমাধান জরুরি।
এ জন্য আধুনিক ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে মনোরেল প্রকল্প বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ইতোমধ্যে মনোরেল নির্মাণে সমঝোতা স্মারক সই করা হয়েছে। ফিল্ড সার্ভে শেষে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের কাজ সম্পন্ন হলে প্রকল্প বাস্তবায়ন শুরু হবে। সভায় প্রকল্পের অগ্রগতির চিত্র তুলে ধরেন গ্রেটার চিটাগাং ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং আরব কনট্রাকটরস ও ওরাসকম পেনিনসুলা কনসোর্টিয়ামের প্রধান প্রতিনিধি কাউসার আলম চৌধুরী।
প্রকল্প বাস্তবায়নে চসিকের পক্ষে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত তৈয়বকে। এছাড়া বিডা ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সহযোগিতায় এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। সভায় আরও উপস্থিত ছিলেন চসিক সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।











