ঢাকা | জানুয়ারী ৫, ২০২৬ - ১১:০২ পূর্বাহ্ন

শিরোনাম

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ

  • আপডেট: Sunday, January 4, 2026 - 11:25 am

নিজস্ব প্রতিবেদক।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ (রবিবার, ৪ জানুয়ারি)। প্রার্থীতা বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু হবে কাল থেকে।

তফসিল অনুযায়ী সারাদেশের ৩০০ আসনে প্রার্থীদের মনোনয়নপত্রের সংখ্যা আজই চূড়ান্ত হবে। রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে চলমান এই যাচাই-বাছাই কার্যক্রম শেষে মোট বৈধ ও বাতিল মনোনয়নপত্রের সংখ্যা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা বা সহকারি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বিরুদ্ধে ৫ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। ১২ থেকে ১৮ জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিস্পত্তি হবে।

ইসির তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ৮১ জনের।