ঢাকা | জানুয়ারী ২২, ২০২৬ - ১২:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

মধ্যমপাড়া সেভেন স্টারকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন কাচালং নবীন সংঘ

  • আপডেট: Wednesday, January 21, 2026 - 7:24 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনে বাঘাইছড়ি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে বাঘাইছড়ি পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যমপাড়া গ্রামে হাজী শাহ আলম কোম্পানির মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন কাচালং নবীন সংঘ ও মধ্যমপাড়া সেভেন স্টার একাদশ।
৮ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ২৬টি দল অংশগ্রহণ করে। নকআউট পর্বের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে সেভেন স্টার ও কাচালং নবীন সংঘ ফাইনালে পৌঁছে।
ফাইনাল ম্যাচে উভয় দলই চমৎকার কৌশল, শৃঙ্খলা ও নৈপুণ্যের পরিচয় দেয়। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়। পরে ট্রাইব্রেকারে কাচালং নবীন সংঘ ৩–১ গোলের ব্যবধানে সেভেন স্টারকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে বিজয়ী কাচালং নবীন সংঘকে ১৫ হাজার টাকা প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ সেভেন স্টার দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ ট্রফি পুরস্কার দেওয়া হয়। এছাড়াও ব্যক্তিগত মেডেল, অতিথি, স্বেচ্ছাসেবকসহ আয়োজকদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
বাঘাইছড়ি নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ সেলিম জাবেদ মুসার সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা। বিশেষ অতিথিদের মধ্যে আব্দুস সামাদ, কাজী মোস্তফা, আব্দুল কাদের মোল্লা, কাজী নজরুল ইসলাম, মো. গোলাম মোস্তফা, নাহিদুল আলম, নিজাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলা পরিচালনা করেন মোঃ লোকমান হোসেন। তাকে সহযোগিতা করেন মোঃ হান্নান ও কামরুজ্জামান লিটন। খেলার ধারাবিবরণী প্রদান করেন আশিকুর রহমান মানিক।
খেলা উপলক্ষে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। দর্শকদের করতালি, উচ্ছ্বাস ও আনন্দধ্বনিতে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আবহ, যা ফাইনাল ম্যাচকে করে তোলে আরও প্রাণবন্ত ও উপভোগ্য।