ঢাকা | ডিসেম্বর ১৩, ২০২৫ - ২:১৮ অপরাহ্ন

মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাই, ইডেন কলেজ শিক্ষার্থী আহত

  • আপডেট: Saturday, December 13, 2025 - 12:16 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকায় ছিনতাকারীর কবলে পড়ে অর্পিতা মুখার্জি (২৪) নামে ইডেন কলেজের শিক্ষার্থী আহত হয়েছেন।

শনিবার সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী প্রবিতা ও ভুক্তভোগী নিজে জানান, ইডেন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। থাকেন আজিমপুরে। রিকশা যোগে মতিঝিল মেট্রোরেল রেলস্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশায় আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়েন অর্পিতা।

এতে গুরুতর আঘাত পান তিনি। তখন নিজেই তার সহপাঠীদের ফোনে খবর দিলে পরবর্তীতে তারা সেখান থেকে অর্পিতাকে উদ্ধার করে প্রথমে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ওই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা