শুক্রবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দালাল পুর হোসেন চৌধুরী বাড়ির দরজায় আজহারুল উলুম ইসলামিয়া একাডেমিতে দিনব্যাপি ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
এতে নদী তীরবর্তী চরঅঞ্চলের অসহায়, গরীব, দুস্থ, শিশুসত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করানহয়।
জানা যায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ সিরাজুল ইসলাম। এর ধারাবাহিকতায় তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।