প্রচ্ছদ » » ভোলায় ডা. সিরাজুল ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প
ভোলায় ডা. সিরাজুল ইসলামের উদ্যোগে ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্প
শুক্রবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড দালাল পুর হোসেন চৌধুরী বাড়ির দরজায় আজহারুল উলুম ইসলামিয়া একাডেমিতে দিনব্যাপি ফ্রি মেডিকেল এন্ড ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
এতে নদী তীরবর্তী চরঅঞ্চলের অসহায়, গরীব, দুস্থ, শিশুসত সুবিধা বঞ্চিত মানুষের মাঝে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করানহয়।
জানা যায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময় মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে ডক্টর এসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ সিরাজুল ইসলাম। এর ধারাবাহিকতায় তিনি এ উদ্যোগ গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকার এইচ এম শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারী- মেডিসিন-চর্ম ও ডেন্টাল বিভাগের সহকারী অধ্যাপক এবং গাইনী বিভাগের অধ্যাপক নাহালা বারীসহ ১৮ জন ডাক্তারের সমন্বীত একটি দল।