ভৈরবে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের উদ্বোধন
সোহানুর রহমান সোহান, কিশোরগঞ্জ প্রতিনিধি ।
উদ্দীপনামুখর পরিবেশে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক শরীফুল হক জয়, ভৈরব উপজেলা প্রতিনিধি রিসান কবির শায়ক, বাজিতপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম মান্না, কিশোরগঞ্জ জেলা যুব শক্তির সিনিয়র আহ্বায়ক মানিক মিয়া এবং বেলাব উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক মোজাম্মেল হক মারজান। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের মাতা এবং শহীদ কবিবের স্ত্রীসহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টি জনগণের অধিকার, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। ভৈরববাসীর দীর্ঘদিনের উপেক্ষা দূর করে স্থানীয় উন্নয়নে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও বলেন, সৎ, দেশপ্রেমিক ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলে জনগণের সেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে প্রতিষ্ঠিত করতেই এনসিপি কাজ করছে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ ফিতা কেটে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরবর্তীতে দেশ ও দলের অগ্রগতি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।











