ভূমিকম্পের সময় ছাত্রদের আগলে রাখা সেই মাদ্রাসাশিক্ষক পেলেন সম্মাননা
জাগো জনতা অনলাইন।। ভূমিকম্পের আতঙ্কের মাঝে ছাত্রদের আগলে রাখা মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম পেয়েছেন সম্মাননা স্মারক। ‘সাধারণ আলেম সমাজ’-এর পক্ষ থেকে এই শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়।
গত ২১ নভেম্বর (শুক্রবার) ৫.৭ মাত্রার ভূমিকম্পের সময় দায়িত্ববোধের পরিচয় দিয়ে পরম মমতায় ছাত্রদের একসঙ্গে জড়িয়ে যথাসাধ্য সুরক্ষার ব্যবস্থা করেছিলেন মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়। সাহসিকতা ও দায়িত্ববোধের স্বীকৃতিস্বরূপ এই শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে ‘সাধারণ আলেম সমাজ’-এর পক্ষ থেকে।
২৪ নভেম্বর (সোমবার) ‘সাধারণ আলেম সমাজ’-এর জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের সম্পাদক আকিফ আবদুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মাওলানা শফিকুল ইসলামের কর্মস্থলে উপস্থিত হন। সেখানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।
প্রতিনিধি দলে আরও ছিলেন সাধারণ আলেম সমাজের সহ সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম এবং ফতোয়া সেলের সহ-সম্পাদক মুফতি নজরুল ইসলাম। এমন মানবিক ও দায়িত্বশীল কাজের জন্য তারা হাফেজ মাওলানা শফিকুল ইসলামকে ধন্যবাদ জানান।











