ভূজপুরে পারিবারিক কলহে গৃহবধুর আত্মহত্যা

মু. আজিজ, ফটিকছড়ি।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাবার ড্যাম এলাকায় পারিবারিক কলহের জেরে হিরা মনি (২২) নামে এক সন্তানের জননী আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শ্বশুরবাড়িতে বিষপান করেন হিরা মনি। বিষপানের পর তিনি পরিবারের সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরে স্বামী রহমত উল্লাহ তাকে দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওয়াশ করানো হয়। তবে অবস্থার অবনতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় মাতবর মু. আয়ুব বলেন, সংসারে ছোটখাটো কলহ হতেই পারে। কিন্তু তাতে আত্মহত্যার মতো পথ বেছে নেওয়া সমাধান নয়। হিরা মনি তার এক ফুটফুটে সন্তানকে মা-হারা করে গেলেন।
নিহত হিরা মনি স্থানীয় হোসেন জমাদার পাড়ার সাহাব উদ্দিনের দ্বিতীয় কন্যা। গত ২০২৩ সালের ১২ মার্চ পারিবারিকভাবে একই গ্রামের মৃত আবদুল হালিম ওরফে বাসেকের ছেলে মু. রহমত উল্লাহর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে মোহাম্মদ নামের দেড় বছরের একটি সন্তান রয়েছে।
এদিকে নিহতের পিতা সাহাব উদ্দিন অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্বামী ও শাশুড়ি মিলে তাকে নির্যাতন করেছে। তার শরীরে আঘাতের চিহ্নও রয়েছে।”
ভূজপুর থানার ওসি মাহাবুবুল হক জানান, বিষপানের খবর পাওয়া গেছে। নিহতের বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।