ভূজপুরে নিখোঁজের তিনদিন পর অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

মু. আজিজ।। চট্টগ্রামের ফটিকছড়ির উপজেলার ভূজপুর থানাধীন দাঁত মারা এলাকা থেকে নিখোঁজের তিনদিন পর মু. বেলাল হোসেন (৩৬) নামে এক অটোরিকশা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার( ২৭ ফেব্রুয়ারী ) বিকাল তিনটায় উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডস্থ নিউ দাঁতমারা চা বাগান থেকে দাঁতমারা তদন্ত কেন্দ্র বেলালের মরদেহ উদ্ধার করে।
নিহত বেলাল বাগান বাজার ২ ওয়ার্ড ইসলামাবাদ পুরাতন রামগড় এলাকার শরিয়ত উল্লাহ’র ছেলে। তিনি দাঁতমারা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে বসবাস করতেন।
নিহতের বড় ভাই আব্দুল লতিফ শিপন জানান নিখোঁজের পর খোঁজাখুঁজি করে না পেয়ে বেলালের স্ত্রী নুর নাহার বেগম বাদি হয়ে গত ২৬ ফেব্রুয়ারি ভূজপুর থানায় একটি জিডি করেন।
২৭ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে নিউ দাঁতমারা বাগানের চা শ্রমিকরা কাজ করার সময় লাশ দেখতে পান, পরে খবরটি এলাকায় জানাজানি হলে স্বজনরা নিহতের লাশ সনাক্ত করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন অতিরক্ত পুলিশ সুপার হাটহাজারী, সার্কেল কাজী মু. তারেক আজিজ বলেন, খবর পেয়ে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের স্ত্রী বাদি হয়ে রাতে ভূজপুর থানায় একটি মামলা করে। থানা পক্ষ থেকে পরবর্তী তদন্তের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেবে পুলিশ জানান।