ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, পলাতক হাসপাতাল কর্তৃপক্ষ
গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়াস্থ সবুজ বাংলা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল সিজারিয়ানে এক নবজাতক মৃত্যুর অভিযোগ উঠেছে।
নবজাতকের পরিবার ও স্থানীয় লোকজনরা জানায়, বোনারপাড়া ইউনিয়নের পশ্চিম শিমুল তাইড় প্রামের আরিফ নাহিদের সন্তানসম্ভাবা স্ত্রী শাহানা আক্তার বন্যাকে সন্তান ডেলিভারির জন্য মঙ্গলবার সকালে বোনারপাড়ায় বেসরকারি চিকিৎসা সেবা কেন্দ্র ‘সবুজ বাংলা জেনারেল হাসপাতালে’ ভর্তি করানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে দুপুরে সিজারিয়ানের মাধ্যমে প্রসূতি কন্যা শিশুর জন্ম দেন। জন্মের পর শিশুটিকে কয়েক ঘন্টা অক্সিজেন দিয়ে রাখেন চিকিৎসক। নবজাতকের অবস্থা সম্পর্কে স্বজনদের বুঝতে না দিয়ে দীর্ঘ সময় অক্সিজেন দিয়ে রাখার পর সন্ধ্যায় শিশুকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিয়ে শিশুটিকে তার স্বজনদের হাতে তুলে দেয় সবুজ বাংলা হাসপাতাল কর্তৃপক্ষ। তখন স্বজনরা শিশুকে মৃত অবস্থায় দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠে। ঘটনাটি নিয়ে হাসপাতালে স্টাফদের সাথে রোগীর লোকজনের বাগবিতন্ডা শুরু হয়। পরে স্থানীয় লোকজন উপস্থিত হলে তাদের পরামর্শে রাতেই শাহানা আক্তার বন্যার স্বামী বাদি হয়ে সাঘাটা থানায় লিখিত অভিযোগ দায়েরর করেন। এদিকে সন্তানের মৃত্যুর সংবাদে শাহানা আক্তার বন্যা ওই হাসপাতালে অজ্ঞান অবস্থায় চিতিৎসাধীন রয়েছেন।
পরিবারের দাবি হাসপাতালে সিজারের জন্য দক্ষ চিকিৎসক না থাকায় ভুয়া চিকিৎসক দ্বারা ভুলভাবে সিজার করায় নবজাতকের মৃত্যু হয়েছে। এঘটনায় সবুজ বাংলা হাসপাতাল কর্তৃপক্ষ পলাতক থাকায় তাদের সাথে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। এবিষয়ে সাঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব হাসান নবজাতক মৃত্যুর একটি অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন।