অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ সভাপতি অধ্যাপক গিয়াসউদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা আমির আ ন ম ইলিয়াস। সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা আমির হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী, উপজেলা বাইতুলমাল সম্পাদক মাওলানা আবুবকর সরকার এবং উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আবুবকর সিদ্দিক খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, “ভাষা আন্দোলনে অনেকের অবদান থাকলেও কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ভূমিকা অবমূল্যায়িত হয়েছে। গোলাম আজমের ভূমিকা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়া উচিত। তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জি.এস. ছিলেন। তার নেতৃত্বে সর্বপ্রথম ভাষা আন্দোলনের স্মারকলিপি প্রদান করা হয়েছিল।”
আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দ ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ সংস্কারের জন্য একযোগে কাজ করার আহ্বান জানান।