প্রচ্ছদ » » ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্টিক টন চাল এলো মোংলা বন্দরে
ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্টিক টন চাল এলো মোংলা বন্দরে
খাদ্য অধিদপ্তরের মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আব্দুল সোবহান সরদার জানান, ভিয়েতমান পতাকাবাহী এম,ভি হং টার্ন নামক জাহাজে ভারত থেকে আমদানীকৃত ৫ হাজার মেট্টিক টন চাল এসেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ জাহাজটি মোংলা বন্দর চ্যানেলের বেসক্রিকে নোঙ্গর করেছে। এরপর বুধবার বিকেলে ওই জাহাজটি থেকে নমুনা (চাল) সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনা ও ঢাকার ল্যাবে পাঠানো হয়েছে। জাহাজে গিয়ে নমুনা সংগ্রহ ও চাল পরিদর্শন করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আব্দুল কাদের আজাদ ও খাদ্য অধিদপ্তরের খুলনার চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক এস,কে মশিশার রহমান।
ল্যাব টেস্টের পর বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাহাজটি থেকে চাল খালাস ও পরিবহণ শুরু হবে। খালাসকৃত চাল নদী পথে নেয়া হবে খুলনা ও বরিবার বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার খাদ্য গুদামে। আর আমদামীকৃত এ চাল খালাসে সময় লাগবে ৪/৫দিন। এরপর জাহাজটি বন্দর ত্যাগ করবে।
তিনি বলেন, জি টু জি চুক্তিতে ভারত, মায়ানমার ও পাকিস্তান থেকে ৮ লাখ টন চাল আমদানী করা হচ্ছে। এ চুক্তির আওতায় এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার মেট্টিক টন চাল আমদানী হয়েছে।