ঢাকা | ফেব্রুয়ারী ২৫, ২০২৫ - ৬:৪১ অপরাহ্ন

শিরোনাম

ভবানীপুর দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও  সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

  • আপডেট: Tuesday, February 25, 2025 - 8:03 am

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মুরাদনগরে ভবানীপুর দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসার সভাপতি মো. আবদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সফিউল আলম তালুকদার, মুরাদনগর  উপ-সহকারী প্রকৌশলী মোঃকাওছার আল মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার  মুফতি মো. আবু মুছা তানিম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল আলম ইমরান, এনামুল হক ভূইয়া, মর্তুজ আলী,  মাওলানা জসিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন  জজ মিয়া মেম্বার, মো. শামীম ভূইয়া, মজিবুর রহমান, মো. হুমায়ুন, ইকবাল হোসাইন, ময়নাল ভূইয়া, মহিউদ্দিন, সাইফুল ইসলাম প্রমুখ।
অত্র মাদ্রাসার শিক্ষকমন্ডলী , ছাত্র-ছাত্রী  ও গ্রামের অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরষ্কার  বিতরণীর মাধ্যমে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।