ব্যাটিং ব্যর্থতায় কোনোমতে ১০০ ছাড়ানো পুঁজি ঢাকা ক্যাপিটালসের
স্পোর্টস ডেস্ক।। ব্যর্থতার বৃত্ত থেকে আজও বের হতে পারলেন না ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা। আগের ম্যচের মতো এ ম্যাচেও লম্বা করলেন যাওয়া-আসার মিছিল। এতে আরও একবার শঙ্কা তৈরি হয় ১০০ এর নিচে গুটিয়ে যাওয়ার। তবে উসমান খান-নাসির হোসেন-সাইফউদ্দিনের ব্যাটে চড়ে কোনোমতো ১০০ ছাড়ানো লড়াইয়ের পুঁজি পেয়েছে ঢাকা।
আজ শুক্রবার (২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১২২ রানের পুঁজি দাঁড় করিয়েছে ঢাকা ক্যাপিটালস।
ব্যাটিংয়ে নেমে রীতিমতো যেন সরষে ফুল দেখতে শুরু করল ঢাকার ব্যাটাররা। একের পর এক ব্যর্থতার গল্প লিখে ফিরলেন সাইফ হাসান-মোহাম্মদ মিঠু-সাব্বির রহমান-শামীম পাটোয়ারীরা। তাদের ব্যর্থতায় একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল ঢাকা।
ব্যতিক্রম ছিলেন উসমান খান-নাসির হোসেন আর মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের ব্যাটে ভর করে কোনোমতে ১০০ পার করতে পারে ঢাকা। পুরো ইনিংসে দুই অঙ্কের ঘরও স্পর্শ করেছেন এই তিনজন।
তিন নম্বরে নেমে দলের হাল ধরার চেষ্টা করেছিলেন উসমান খান। তবে ১৫ বলে ২১ রান করেই তানভীর ইসলামের শিকার হয়ে ফিরতে হয় তাকে। ৮ নম্বরে নেমে নাসির হোসেন ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। তবে তিনিও ২০ বলে ১৭ রানের বেশি করতে পারেননি।
ঢাকা ক্যাপিটালস যখন একশর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায়। তখন ব্যাটহাতে দায়িত্ব নেন মোহাম্মদ সাইফউদ্দিন। শেষদিকে ২৫ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রান ১০০ পার করেন তিনি।
চট্টগ্রামের হয়ে যৌথভাবে সর্বোচ্চ তিনটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম আর তানভীর ইসলাম। দুটি উইকেট নিয়েছেন শেখ মেহেদী। একটি উইকেট গেছে আমের জামালের ঝুলিতে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ক্যাপিটালস : ১৯.৪ ওভারে ১২২/১০ (সাইফ ১, জুবাইদ ২, উসমান ২১, মিঠুন ৮, শামীম ৪, সাব্বির ৯, ইমাদ ৯, নাসির ১৭, তাসকিন ৫, সালমান ০, সাইফউদ্দিন ৩৩*; শরিফুল ৪-০-১৮-৩, মুকিদুল ৩.৪-০-৩২-০, জামাল ৩-০-২২-১, তানভীর ৪-০-৮-৩, মেহেদী ৪-০-৩৪-২, মির্জা ১-০-৪-০)










