ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৬:৩২ অপরাহ্ন

শিরোনাম

বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান প্রদান এবং নিরাপত্তা দানে বিজিব ‘র প্রতিশ্রুতি

  • আপডেট: Wednesday, October 1, 2025 - 5:01 pm

 

মো. গোলামুর রহমান, লংগদু (রাঙামাটি)।

আসন্ন প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা আগামী ০৬ অক্টোবর ২০২৫ তারিখে পালিত হবে।

রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকায় সর্বমোট ১৬,২১৩ জন বৌদ্ধ ধর্মাবলম্বী জনসাধারণ বসবাস করছেন। বৌদ্ধদের উক্ত অনুষ্ঠানটি সুষ্ঠু, সুন্দর ও নিরাপদে পালনের লক্ষ্যে আজ ০১ অক্টোবর রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সদরের প্রশিক্ষণ মাঠে জোন কমান্ডারের সভাপতিত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মতবিনিময় সভায় দায়িত্বপূর্ণ এলাকার প্রবারণা উদযাপন কমিটির সদস্যগণ ছাড়াও স্থানীয় অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ১৫টি প্রবারণা উদযাপন কমিটির সদস্যদেরকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) তথা বিজিবির পক্ষ থেকে প্রদত্ত এ অনুদানের মাধ্যমে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করতে সহায়তা পাবেন। একইসাথে, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে এ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, যা শান্তিপূর্ণ সহাবস্থানে ইতিবাচক ভূমিকা পালন করবে।

এছাড়াও, প্রবারণা পূর্ণিমা উদযাপনকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিজিবি রাজনগর জোন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিওপি/ক্যাম্প/পোস্টসমূহকে সার্বক্ষণিক তৎপর থাকতে নির্দেশ প্রদান করা হয়েছে।

রাজনগর জোন কমান্ডার বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সবসময় স্থানীয় জনগণের শান্তিপূর্ণ সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতা রক্ষায় সচেষ্ট এবং প্রতিশ্রুতিবদ্ধ। রাজনগর জোন (৩৭ বিজিবি) কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।