ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ২:১১ অপরাহ্ন

বোরহানউদ্দিনে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক বিতরণ

  • আপডেট: Saturday, March 29, 2025 - 11:03 am
এএসটি সাকিল।। ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া আট নং ওয়ার্ড, মাতাব্বর বাড়ি মসজিদ সংলগ্ন মাদ্রাসা দারুল হাদীছ আস্ সালাফিয়্যাহ’র এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়েছে।

শনিবার মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষা শেষ করে ঈদুল ফিতরের বন্ধ উপলক্ষে আলোচনা সভা আয়োজন করা হয়।  আলোচনা সভা শেষে মাদ্রাসা অসহায় শিক্ষার্থীদের ঈদের আনন্দ বাড়িয়ে দিতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়।

মাদ্রাসার জমি দাতা বীর মুক্তিযুদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক আলহাজ্ব নুরুল আমিন মিয়া ও স্থানীয় দ্বীনি ভাইদের সহায়তায় মাদ্রাসার সকল শিক্ষার্থীদের হাতে নতুন পোষাক (পাঞ্জাবি ও পায়জামা) পৌঁছে দেওয়া হয়।

আলোচনা সভায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মো. অজিউল্যাহ বলেন, রমজান মাস উপলক্ষে দেশের অধিকাংশ নুরানী হিফয মাদ্রাসা গুলো শিক্ষার্থীদের দিয়ে মাদ্রাসার জন্য অর্থ সংগ্রহ কাজে ব্যস্ত থাকে, বছরের অন্যান্য সময়ে যা বিদ্যমান থাকে। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে কখনো একটা টাকা বা চাল উত্তলন করাইনি আর করাবো না। প্রয়োজনে মাদ্রাসার পক্ষ থেকে আমি শিক্ষকদের নিয়ে মানুষের কাছে হাত পাতবো তবুও আমার শিক্ষার্থীদের মানুষের কাছে হাত পাততে হবে না। “ইনশাআল্লাহ” আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

তিনি আরো বলেন আপনার আমাদের মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের জন্য সহায়তা করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সহায়তায় দ্বারা আমাদের মাদ্রাসাটি এগিয়ে যাবে যোগাযোগ মোবাইল- ০১৯২৭৮৮৭৮০৪

এসময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা মো. মেহেদী হাসান, জামায়াতে ইসলামী’র বোরহানউদ্দিন শাখার নায়েবি আমীর মাওলানা সফিউল্লাহ, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আকরাম, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পণ্ডিত  উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক ও বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এএসটি আক্তার হোসেন সাকিল, সহকারী শিক্ষক আহসান উল্যাহ, মো. সিয়াম, মো. মিজানুর রহমান সহ শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।