ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৩:২৬ পূর্বাহ্ন

শিরোনাম

বোরহানউদ্দিনে বিষ্ণু আরতি ফাউন্ডেশনের শারদ বস্ত্র উপহার বিতরণ

  • আপডেট: Friday, September 26, 2025 - 12:59 pm
এএসটি সাকিল, ভোলা।। বোরহানউদ্দিনে বিষ্ণু আরতি ফাউন্ডেশন কর্তৃক শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।


‎বিষ্ণু আরতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশ্বজিৎ দে টুটুল এর সার্বিক সহযোগিতায় শুক্রবার বেলা ১২টায় বিষ্ণু আরতি ফাউন্ডেশনের সভাপতি ডা. রতন দেবনাথ এর সভাপতিত্বে শ্রীশ্রী গৌরনিতাই আশ্রম, ভাওয়ালবাড়ির মন্দিরে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে নগদ অর্থ ও শারদ বস্ত্র উপহার বিতরণ করা হয়।

‎এ সময় সাধারণ সম্পাদক উৎপল দে এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রধান উপদেষ্টা যুতি লাল দে, পূজা উদযাপন ফন্টের সভাপতি লিটন রক্ষিত, বিষ্ণু আরতি ফাউন্ডেশনের সহ সভাপতি শুভ দেবনাথ, কোষাধ্যক্ষ সুজয় মজুমদার, ভাওয়ালবাড়ির মন্দিরের সভাপতি রাজিব রতন দে, সাধারণ সম্পাদক রঘুনাথ দাস, কোষাধ্যক্ষ বিল্টু চন্দ্র, সদস্য  শঙ্কর দে প্রমুখ।