ঢাকা | সেপ্টেম্বর ২০, ২০২৪ - ৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

বোরহানউদ্দিনে তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্নে ২০টির অধিক ভুল!

  • আপডেট: Saturday, March 30, 2024 - 11:26 am
এএসটি সাকিল:- ভোলার বোরহানউদ্দিনে সুনামধন্য প্রতিষ্ঠান বাঁধন স্কুলে তৃতীয় শ্রেণির বাংলা প্রশ্নে ২০টিরও অধিক ভুল বানানের প্রশ্ন দিয়ে পরীক্ষা সম্পন্ন। এমন ঘটনায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়। ইতোমধ্যে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ভুল বানান চিহ্নিত প্রশ্নটি।
অভিভাবক রিপন হাওলাদার এবিষয়ে বলেন, এটা একটা জটিল বিষয়। এতে শিক্ষার্থীরা ভুল শিখবে। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষকরা বানান ভুল সংশোধন না করে,এ প্রশ্ন বাচ্চাদের হাতে দেওয়া মোটেও উচিত করেননি। এতে বাচ্চারা কী শিখছে? প্রশ্ন করা এবং তা শিক্ষার্থীদের হাতে সরবরাহের আগে শিক্ষকদের আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল।
বিদ্যালয়টির শিক্ষার্থীদে বৃত্তি নিয়ে নানা প্রশ্ন উঠলেও এবার নতুন এই বিতর্কের সৃষ্টি হলো।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হলিম বলেন, আমি শুনেছি, প্রশ্নে অনেক ভুল হইছে। প্রশ্নপত্র ছাপার সময় ভুল করেছে। সে নতুন আমরা তাকে বাদ দিয়ে দিব।
এবিষয়ে জানতে বোরহানউদ্দিন ভারপ্রাপ্ত  প্রাথমিক শিক্ষা অফিসারকে মুঠোফোনে পাওয়া যায়নি।