ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম

বোনকে ইভটিজিং করায় থানায় ভাইয়ের অভিযোগ, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় পরিবার

  • আপডেট: Sunday, April 6, 2025 - 3:14 pm
সিরাজগঞ্জ প্রতিনিধি।। সিরাজগঞ্জের রায়গঞ্জে  এক বখাটে লম্পট কতৃক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঐ শিক্ষার্থীর বড় ভাই বাদি হয়ে থানায় মামলা করায় নিরাপত্তাহীনতায় ভূগছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত  (২৭ মার্চ) চান্দাইকোনা গ্রামের মো. টারজান সেখের মেয়ে ( ১০ম)  শ্রেনির শিক্ষার্থী মুন্নী খাতুন ( রিয়া) রাস্তা দিয়ে কোচিং সেন্টারে যাওয়ার পথে  একই  এলাকার আলম সেখের ছেলে  শিহাব শেখ (২১) নামের এক বখাটে লম্পট  রাস্তায়  তার পথরোধ করে প্রথমে প্রেম প্রস্তাব দেয়। এতে  রাজি না হওয়ায় বখাটে ঐ যুবক তাকে নানাভাবে উত্ত্যক্ত করে হাত ধরে টানাটানি করে। পরর অসৎ উদ্দেশ্যে বুকে হাত দেয়। এ সময় ভুক্তভোগী কিশোরীর  চিৎকারে  তার স্বজনেরাসহ আশেপাশের লোকজন এগিয়ে আসলে ঐ বখাটে পালিয়ে যায়।
ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি স্কুলে যাওয়া আসার পথে প্রায়ই অভিযুক্ত শিহাব আমাকে উত্ত্যক্ত করতো। সে আমাকে নানা ধরণের কুপ্রস্তাব দিতো। অনেক সময় পিছু পিছু আসে আমাকে উস্কানিমূলক কথা বলে।  এমন ঘটনা শুধু আমার সঙ্গে না।  শিহাব  রাস্তায় যাকে  একা পায় তার সাথেই এমন আচরণ করে।   থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে আমি এর  উপযুক্ত বিচার দাবি করছি।
ভুক্তভোগী শিক্ষার্থীর  বড় ভাই মো. হাসানুর রাব্বী বলেন, পড়াশোনা করানো টা এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুলের যাওয়া আসার পথে বখাটে শিহাব তার দলবল নিয়ে দাঁড়িয়ে থাকে।  মেয়েরা আসা যাওয়ার সময় বিভিন্ন উত্তেজনামূলক কথা বলে। শুধু আমার বোন নয় অনেক মেয়েই বখাটেদের ইভটিজিংয়ের শিকার হচ্ছে। এ ব্যাপারে থানায় অভিযোগ করায় আমাদের দেখে নেয়ার হুমকি দিচ্ছে। বখাটের এমন উৎপাত  বন্ধ না হইলে আমাদের বোন ভাস্তিদের পড়াশোনা বন্ধ ছাড়া কোন উপায় থাকবে না।
এই ধরনের ঘটনা এখনি বন্ধ করা না হলে যেকোন সময় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যাওয়ার আশঙ্কা আছে বলে মনে করেন সচেতন মহল।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, শিক্ষার্থীর বড় ভাই থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার তদন্ত চলমান আছে এবং অতিদ্রুত  তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যাবস্থা গ্রহণ করা হবে।