ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ৮:৩৯ অপরাহ্ন

শিরোনাম

বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা 

  • আপডেট: Monday, August 18, 2025 - 11:30 am
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার উদ্যোগে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্ব স্থানে এসে শেষ হয়। পরে পুকুরে বিভিন্ন প্রকার পোনা মাছ অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ।
এসময় বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আই সবুজ, বেলকুচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান,  বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, বেলকুচি উপজেলা ছাত্র সমন্বয়কের আহবায়ক মুসা হাসেমী, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রানা ইসলাম, বেলকুচি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য ও গণমাধ্যম কর্মী।