ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৫ - ৮:১৪ অপরাহ্ন

শিরোনাম

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ডিজেসির শোক

  • আপডেট: Tuesday, December 30, 2025 - 6:29 pm

জাগো জনতা অনলাইন।। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি)।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না…. রাজিউন)।

সংগঠনের সভাপতি ইকরামুল কবির টিপু ও সাধারণ সম্পাদক মো,মোস্তাফিজুর রহমান মোস্তাক এক শোকবার্তায় জানান, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পুরো জাতি একজন গণতন্ত্রের আপোসহীন নেত্রীকে হারালো।

নেতৃবৃন্দ খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আরও জানান, গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবত হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল তার।