বিসিবির চিঠির জবাবে কঠোর সিদ্ধান্ত আইসিসির
ডেস্ক রিপোর্ট।। মুস্তাফিজুর রহমান ইস্যুতে বেড়েছে বাংলাদেশ-ভারতের বিরোধ। সেটি কেবল ক্রিকেটেই সীমাবদ্ধ নেই, পৌঁছেছে কূটনৈতিক পর্যায়েও। যার ফলে রিধিমাকে নিয়ে এমন সিদ্ধান্ত বিসিবির।
ভারতের উগ্রপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এরপরই নড়েচড়ে বসেছে বিসিবি। আগামী মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। ইতোমধ্যে এ নিয়ে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে বিসিবি।
গত ৪ জানুয়ারি জরুরি বোর্ড সভা করে এই সিদ্ধান্ত নেয় বিসিবি। সেদিনই আইসিসিকে ই-মেইল করে বোর্ড। এরপর আইসিসির কাছ থেকে এখনও কোনো উত্তর পায়নি বাংলাদেশ। তবে দ্রুতই আইসিসির কাছ থেকে উত্তর আসতে পারে বলে জানা গেছে।
আইসিসির কাছে পাঠানো ই-মেইলে দুটি বিষয় উল্লেখ করেছে বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠানো সম্ভব নয় এবং বাংলাদেশের ম্যাচগুলো যেন সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়।











