বিসিএসআইআর চট্টগ্রাম কল্যাণ পরিষদের সভাপতি তাসলিমা ও সম্পাদক হাসিবুল

চট্টগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) চট্টগ্রাম শাখার কর্মচারী কল্যাণ পরিষদের নবনির্বাচিত সভাপতি হয়েছে তাসলিমা আক্তার ও সম্পাদক হাসিবুল হোসেন।
বুধবার কর্মচারী কল্যাণ পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়। এতে তাসলিমা-হাসিবুল পরিশোধ পূর্ণ প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে। তাদের প্রতীক ছিলো ছাতা।
নবনির্বাচিত অন্যান্যরা হলেন-
সহ-সভাপতি- মো. আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক- সাজ্জাতুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক- সুমাইয়া আহমেদ আশা, দপ্তর সম্পাদক- আহমেদ নুর রনি, কোষাধ্যক্ষ- মো. শফিউল আলম, সদস্য- আছাদুর রহমান (জুয়েল) ও বুলবুল বিন সহিদ।
বিজয়ের পরে নবনির্বাচিত সভাপতি তাসলিমা আক্তার বলেন, এই বিজয় শুধু আমাদের নয়, এটি সকল সহকর্মীর সম্মিলিত জয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কর্মচারীদের অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণের জন্য কাজ করব এবং আমরা তা অটলভাবে পালন করব।
সাধারণ সম্পাদক হাসিবুল আলম বলেন, এই জয় আমাদের দায়িত্ব অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আগামী সময় গুলোতে কর্মচারীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।