ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

বিশ্ব পর্যটন দিবসে মোংলায় নৌ র‍্যালি

  • আপডেট: Saturday, September 27, 2025 - 11:04 am
(স্টাফ রিপোর্টার) মোংলা।। নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোংলায় উদ্‌যাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল পশুরের আয়োজনে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, নৌ র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালিত হয়।
শনিবার সকালে হোটেল পশুর চত্বর থেকে একটি র‍্যালি বের হয়, যা পিকনিক কর্নার এলাকা প্রদক্ষিণ করে। এরপর মোংলা ও পশুর নদীতে অনুষ্ঠিত হয় নৌ র‍্যালি। নৌ র‍্যালিতে পর্যটন করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন।
পরে হোটেল পশুর মিলনায়তনে দিবসটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোংলার সুন্দরবন জোনের টুরিস্ট পুলিশ ইনচার্জ বিপ্লব কুমার নাথ।
আলোচনা সভায় বক্তারা সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।
বক্তারা বলেন, পর্যটকরা যেন কোনো প্রকার হোটেল ও নৌযান ভাড়ার ক্ষেত্রে প্রতারণার শিকার না হন, সেজন্য পর্যটন করপোরেশন ও পর্যটন ব্যবসায়ীদের এক সঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরো বলেন, নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে পর্যটকদের সুন্দরবন ভ্রমণের গাইডলাইন থাকা আবশ্যক, যেখানে যাতায়াত, থাকার হোটেল ও ভ্রমণের নৌযানের ভাড়া নির্ধারণ করা থাকবে। অন্যথায় পর্যটকের পদে পদে ভোগান্তি ও হয়রানির শিকার হতে হয়। এছাড়া, কোনো টুরিস্ট যেন পুলিশি হয়রানির শিকার না হন, সে দাবিও জানান বক্তারা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হোটেল পশুরের ইউনিট ব্যবস্থাপক মো. শাহজাহান খাঁন, প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক মো. হাসান গাজী, পরিবেশবিদ নুর আলম শেখ, টুরিস্ট ব্যবসায়ী আ. কাদের, মো. এমাদুল, মো. দেলোয়ার, মো. আনিস, ব্যবসায়ী হাবিব মাস্টারসহ পর্যটন ব্যবসা সংশ্লিষ্ট অনেকে।