ঢাকা | অক্টোবর ১৪, ২০২৫ - ৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম

বিলাইছড়িতে মাছ ধরার জালে তোলা হলো মরদেহ

  • আপডেট: Tuesday, October 14, 2025 - 6:23 pm

নিজস্ব প্রতিবেদক।

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় নদীতে পড়ে নিখোঁজ এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর স্থানীয়রা মাছের জাল দিয়ে তার মরদেহ উদ্ধার করে।

নিহত নারীর নাম লতা মার্মা (৩৩)। তিনি কেংড়াছড়ি গ্রামের মিলন কান্তি চাকমার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কেংড়াছড়ি থেকে নৌকাযোগে বিলাইছড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দেন লতা মার্মা। পথে কেরণছড়ি এলাকায় এসে হঠাৎ নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। পরে স্থানীয়রা মাছের জাল দিয়ে তল্লাশি চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্বামী মিলন কান্তি চাকমা জানান, লতা মার্মা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, “দুর্ঘটনাবশত নদীতে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”