ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৭:৫৪ অপরাহ্ন

শিরোনাম

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ডাকসুর জিএস-এজিএস

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 5:56 pm

নিজস্ব প্রতিবেদক।। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানের বাগদান (আকদ) অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ ডিসেম্বর) ঢাকার একটি মসজিদে ঘরোয়া পরিসরে এ বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়।

ব্যক্তিগত আনন্দের মুহূর্তেও তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যার ন্যায়বিচারের দাবি জানান। বিয়ের অনুষ্ঠানের একটি ছবিতে দেখা যায়, বিয়ের পিঁড়ি থেকেই ‘জাস্টিস ফর হাদি’ লেখা ফেস্টুন সদৃশ বস্তু হাতে দাঁড়িয়ে আছেন জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন।

 

হাদি হত্যার ঘটনার ৬ দিন পরে ডাকসুর ২ নেতার বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে সমালোচকরা। বিয়েতেও হাদি হত্যার বিচারের দাবিতে নিজেদের অবস্থান এভাবেই স্পষ্ট করেন তারা।

জানা গেছে, এস এম ফরহাদের বাগদান হয়েছে জান্নাতুল ফেরদাউস সানজিদার সঙ্গে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) একজন নির্বাহী সদস্য। সানজিদার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে, ডাকসুর এজিএস মহিউদ্দীন খানের বাগদান কার সঙ্গে হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি।

উল্লেখ্য, প্রাথমিকভাবে চলতি ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাগদান অনুষ্ঠানের আয়োজনের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছিল।