ঢাকা | নভেম্বর ৭, ২০২৫ - ৭:২৩ অপরাহ্ন

শিরোনাম

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাঙ্গুনিয়াস্থ শহীদ জিয়ার সমাধিতে হুমামের শ্রদ্ধা নিবেদন

  • আপডেট: Friday, November 7, 2025 - 5:20 pm

 

রাঙ্গুনিয়া প্রতিনিধি।

ঐতিহাসিক ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে রাঙ্গুনিয়াস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

৭ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টা থেকে রাঙ্গুনিয়ার জিয়ানগরে নেতাকর্মীরা উপস্থিত হয়ে সকাল ১০টায় হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে জিয়াউর রহমানের সমাধিতে এ পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করা হয়।

এ সময় হুমাম কাদের চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার নানা চেষ্টা হয়েছে। ৭ নভেম্বরের চেতনায় সব জাতীয়তাবাদী শক্তিকে গণতন্ত্রের পথচলাকে অবারিত এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণির মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার গুরুত্বারোপ করে তিনি বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে। এই নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ধারণের লড়াই, তাই প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”

পরে নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় রাঙ্গুনিয়া উপজেলা এবং পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।