ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

বিজিবির পৃথক অভিযানে উখিয়ায় ৫০ হাজার ইয়াবা উদ্ধার

  • আপডেট: Sunday, September 21, 2025 - 12:57 pm

উখিয়া প্রতিনিধি।। কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের পৃথক অভিযানে মোট ৫০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বিজিবি জানায়, রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল আঞ্জুমানপাড়া পানির পয়েন্ট এলাকায় অভিযান চালায়। দুপুর প্রায় ১২টা ২০ মিনিটে মিয়ানমার থেকে আসা দুই চোরাকারবারীকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে খাকি রঙের প্যাকেটভর্তি ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এর আগে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র আরেকটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৮ এর নিকট ক্যারাঙ্গাঘোনা খাল এলাকায় অভিযান চালায়। রাত প্রায় ৮টা ৩০ মিনিটে মিয়ানমার থেকে আসা একজন সন্দেহভাজনকে দেখে বিজিবি তাকে আটকাতে চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে একটি লুঙ্গি মোড়ানো খাকি রঙের প্যাকেট থেকে ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। রাতভর চিরুনি অভিযান চালিয়েও অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সর্বদা কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”