ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম

বিজিবির উদ্যোগে রুমায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপডেট: Wednesday, September 24, 2025 - 12:05 pm

নিজস্ব প্রতিবেদক।। বান্দরবানের রুমা উপজেলায় ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ বিজিবি রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ বি এম শাহ্ রেজা, পিএসসি। তিনি বলেন, “এই শিক্ষা সহায়ক সামগ্রী শিক্ষার্থীদের লেখাপড়ায় সহায়ক হবে এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাদের অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।”

বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ৪৬৭ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এই মহতী উদ্যোগের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মং মং মারমা ৯ বিজিবি’র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ বি এম শাহ্ রেজাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।