বিজিবি’র উদ্যোগে দূর্গম পাহাড়ে শীতবস্ত্র বিতরণ
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে পার্বত্য এলাকার শীতার্ত, গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে। ‘শক্ত হাতে সীমান্ত রক্ষা ও সন্ত্রাস দমন, নরম হৃদয়ে মানবতা’-এই স্লোগানকে সামনে রেখে বিজিবি রাজনগর জোন কমান্ডার লে. কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন, পিএসসি, এসি রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় দুই শতাধিক অসহায় ও দুস্থ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
তীব্র শীতে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি বিজিবির মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের এ উদ্যোগকে স্বাগত জানান।
শীতবস্ত্র বিতরণ শেষে জোন কমান্ডার স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে জোন কমান্ডার বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ শুধু সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করেই থেমে থাকে না, আমরা পাহাড়ি-বাঙালি সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে পার্বত্য ও সীমান্ত এলাকার অসহায়, শীতার্ত মানুষদের সহায়তা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্বের অংশ। আজকের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম তারই একটি ক্ষুদ্র প্রয়াস। আমি বিশ্বাস করি, বিজিবি ও সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক যত দৃঢ় হবে, সীমান্ত রক্ষা তত সহজ হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এছাড়াও তিনি সমাজে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক, সন্ত্রাস ও গুজব থেকে সকলকে বিরত ও সচেতন থাকা এবং এসব বিষয়ে সবার সহযোগিতা ও সামাজিক প্রতিরোধের আহ্বান জানান। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা রক্ষায় এবং মাদক ও অস্ত্র চোরাচালানের ব্যাপারে জিরো টলারেন্স নীতির বিষয়ে তিনি দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান ব্যক্ত করেন।











