ঢাকা | নভেম্বর ৩, ২০২৫ - ৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

বিজিবির অভিযানে তিন লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

  • আপডেট: Sunday, November 2, 2025 - 7:49 pm

মোঃ মহিউদ্দিন,বাঘাইছড়ি উপজেলা।

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ মারিশ্যা বিট কাম চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি।

রবিবার (২ নভেম্বর) বিজিবি পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডারের নির্দেশনায় আমান উল্লাহর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় অবৈধ সেগুন কাঠ ১৫৩.২৩ ঘনফুট আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৩,০৬,৪৬০/- (তিন লক্ষ ছয় হাজার চারশত ষাট) টাকা মাত্র।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযানের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।