ঢাকা | ডিসেম্বর ১৪, ২০২৫ - ৯:৪৩ অপরাহ্ন

শিরোনাম

বিজয় দিবসে হাদির ছবি সম্বলিত হেলমেট পরে প্যারাট্রুপিং করবেন আশিক চৌধুরী 

  • আপডেট: Sunday, December 14, 2025 - 4:04 pm

জাগো জনতা অনলাইন।। ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন প্যারাট্রুপার আশিক চৌধুরী।

রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে এ কথা জানানো হয়।

পোস্টে জানানো হয়, মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে প্যারাট্রুপিং করে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন হলেন আশিক চৌধুরী। তিনি জাম্প করবেন ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে।

পোস্টে প্রধান উপদেষ্টা বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় সকলকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।