ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম

বিজয়া দশমীতে রাজস্থলীর চার মণ্ডপে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

  • আপডেট: Thursday, October 2, 2025 - 6:46 pm

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি।
বিজয়া দশমীর মধ্য দিয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলায় শেষ হলো শারদীয় দুর্গোৎসব। বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উপজেলার চারটি পূজা মণ্ডপে সম্পন্ন হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান এই ধর্মীয় উৎসব।

এদিন সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। রাজস্থলী বাজার সংলগ্ন পুকুর, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুর ও কর্ণফুলী নদীতে প্রতিমা বিসর্জনের আয়োজন করে পূজা উদযাপন পরিষদ। ভক্তরা ঢাক-ঢোলের বাদ্যযন্ত্র ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানান।

পূজা উপলক্ষে কাপ্তাই জোন কমান্ডারের নির্দেশনায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, রাজস্থলী ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প এবং রাজস্থলী ও চন্দ্রঘোনা থানা পুলিশ সার্বক্ষণিকভাবে নিরাপত্তা তদারকি করে। এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারাও বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।

শাস্ত্র অনুযায়ী নবমী তিথিতে মহিষাসুর বধের তাৎপর্য স্মরণ করে পূজারীরা অষ্টমীতে পুষ্পাঞ্জলি, সন্ধিপূজা এবং নবমীতে বিশেষ পূজা অর্চনা করেন। ভক্তরা দেবীর চরণে প্রণাম নিবেদন করে আগামী দিনের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন।

রাজস্থলী সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি মিঠুল চন্দ্র দে জানান, পূজা উপলক্ষে আলোকসজ্জা, মেলা, আরতি প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

অন্যদিকে, পূজা কমিটির প্রিয় লাল দত্ত বলেন, “আজ দেবী দুর্গার কৈলাসে ফিরে যাওয়ার দিন। উৎসবমুখর পরিবেশে আমরা দুর্গোৎসব সম্পন্ন করেছি। সরকারি সহযোগিতার পাশাপাশি যাঁরা আমাদের সহায়তা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”