বিকেলে ইসিতে যাচ্ছে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক।। নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করতে আজ বুধবার (৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে যাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।
দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ছয় সদস্যবিশিষ্ট প্রতিনিধি দলে আরও থাকবেন- সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।











