ঢাকা | সেপ্টেম্বর ২১, ২০২৪ - ৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম

বিএমএসএফ এর নির্বাহী সদস্য হলেন জাগো জনতার সিনিয়র রিপোর্টার ইউসুফ

  • আপডেট: Tuesday, January 30, 2024 - 6:33 pm

নিজস্ব প্রতিবেদক।। পেশাদার সাংবাদিকদের স্বার্থ, দাবি, মর্যাদা ও অধিকার আদায়ের জাতীয় ভিত্তিক সাংবাদিক সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা করা হয়েছে। মঙ্গলবার ৩০ জানুুয়ারি বিকাল ৩টায় সংগঠনটির প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও নির্বাহী সভাপতি আহমেদ আবু জাফর আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করেন।

গত বছর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সভায় ১২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সভাপতি এবং সম্পাদক পদ দুটি আগে ঘোষণা করা হয়।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হন দৈনিক জাগো জনতা পত্রিকার সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী খান। তিনি আলোকিত প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হিসাবেও কাজ করে আসছেন। ইতিপূর্বে তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ এর আশুলিয়া থানা কমিটির সাংগঠনিক সম্পাদক ও পরে সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে ছিলেন।

ভার্চুয়াল মিটিং এ বক্তব্য রাখেন, নবগঠিত আইন উপদেষ্টা প্যানেলের সদস্য এড. শাহিদুল ইসলাম, সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, রাজবাড়ী শাখার সভাপতি কবির হোসেন, যুগ্ম-সম্পাদক বেলাল তালুকদার, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল ও সাত্তার সিকদার প্রমূখ।

নতুন এই কমিটির সহ-সভাপতি হলেন প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, বিজয় টিভির নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেন, কুমিল্লার সমাজ সংবাদের সম্পাদক জসিম উদ্দিন চাষী, যুগান্তরের স্টাফ রিপোর্টার দোহারের আজহারুল হক, বাংলাদেশ প্রতিদিন ইতালির এমডি রিয়াজ হোসাইন, এশিয়ান টিভি কুষ্টিয়ার হাসিবুর রহমান রিজু ও একই চ্যানেলের শরীয়তপুর প্রতিনিধি ফারুক আহম্মেদ মোল্লা, বাংলা পোর্টাল ঢাকার জিয়াউদ্দিন তৌহিদ।

এছাড়া যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন জনকণ্ঠ বরিশালের ষ্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা, বাংলা পোর্টাল ঢাকার ড. তাওহীদ হাসান, দৈনিক নাগরিক ভাবনার মাদারীপুর প্রতিনিধি গাউছ উর রহমান, দুইবাংলা নিউজের সম্পাদক নড়াইলের সৈয়দ খায়রুল আলম ও নয়াদিগন্তের প্রতিনিধি কুয়াকাটার মিজানুর রহমান।

এছাড়া বিভিন্ন পদের বিপরীতে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে ৭ম জাতীয় কাউন্সিলে এদেরকে মনোনীত করা হয়।

এসময় সংগঠনের সভাপতি আহমেদ আবু জাফর তার বক্তব্যে বলেন, আপনারা যারা বিএমএসএফ’র নেতৃত্বে আসছেন তারা সংগঠনের সকল সদস্যদেরকে যথাযোগ্য মুল্যায়ন করবেন। তাহলেই তারা আপনাদেরকে যথাযথ সম্মান করবে। সংগঠনের সকলের প্রতি বিশ্বাস রাখতে হবে। তাহলেই সংগঠন শক্তিশালী হবে এবং দেশের একটি মডেল সংগঠন হিসাবে বিএমএসএফ প্রতিষ্ঠিত হবে। ফেব্রুয়ারি মাসে নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।